উদ্যোক্তা/ প্রতিষ্ঠানর সংক্ষিপ্ত বিবরণ
মানুষের সুকুমার বৃত্তির উন্মেষ সাধন, উন্নত চরিত্র, পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি, মনের সুষ্ঠুবিকাশ সাধন, স্বদেশ জাতি ও সত্যিকার ইতিহাসের সাথে পরিচিত হওয়া, সাহিত্য সমৃদ্ধ একটি জাতি গঠন এবং সর্বোপরি অধিক জনগোষ্ঠিকে পুস্তক পাঠের আনন্দ দান ও আগ্রহ সৃষ্টির মানসেই ছাগলনাইয়া গণপাঠাগারের সৃষ্টি। ছাগলনাইয়া থানা সদরে অবস্থিত একমাত্র পাঠাগার হিসেবে ছাগলনাইয়া তথা বৃহত্তর নোয়াখালির আঞ্চলিক ভাষা, শিল্পকলা, গুণিজন, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং কবি সাহিত্যিকদেরকে সর্বসাধারণের নিকট পরিচিত করে শিল্প ও সংস্কৃতিতে সর্বস্তরের মানুষকে উৎসাহিত করে তোলা এ পাঠাগারের উদ্দেশ্য। এলাকার জনগণকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্যার্থে বুকব্যাংক স্থাপন, নবীন লেখক লেখিকা সৃষ্টির জন্য সাময়িকী ম্যাগাজিন প্রকাশ করাও এ পাঠাগারের আদর্শ হিসেবে বিবেচিত। এই উদ্দেশ্যগুলি বাস্তবায়নের জন্যই ১৯৮২ সালে ছাগলনাইয়া গণপাঠার প্রতিষ্ঠিত হয়।